কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ মে) সকাল পৌনে ১১ টায় দেবীদ্বার আল-ইসলাম হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
দেশের প্রথম জেসিআই স্বীকৃত ঢাকা এভারকেয়ার হাসপাতালের আয়োজনে এ চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে জন্মগত ও হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা প্রদান করেন এভারকেয়ার হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা- সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন। এসময় এভার কেয়ার হাসপাতালের একটি সুদক্ষ টিম তার সহযোগিতায় কাজ করতে দেখা গেছে।
আল-ইসলাম হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান নেয়াজ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার-বি পাড়া (সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহ মো. তারিকুজ্জামান, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, ইফখারুল আলম তুষার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ ডা. তাহেরা নাজরীনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ভিশন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। দেবীদ্বারের দরিদ্র জনগোষ্ঠিকে সুস্থ রাখতে ফ্রি স্বাস্থ্য সেবা দিতে ঢাকা এভারকেয়ার হাসপাতাল থেকে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তাহেরা নাজরীন দেবীদ্বারে এসেছেন, এটি দেবীদ্বার বাসীর জন্য সৌভাগ্যের বিষয়। তিনি একজন বিশ্বমানের ডাক্তার এবং রোগীদের প্রতি অত্যান্ত যত্নবান ও সহনশীল। আমি অনুরোধ করব তিনি যেন দুই মাস বা তিন মাস পর পর আমার এ দেবীদ্বারের মানুষের সেবা দিতে এখানে আসেন।
স্বাগত বক্তব্যে ডা. তাহেরা নাজরীন বলেন, “আমাদের দেশে শিশু হৃদরোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত শিশুরা। এটির মূল কারণ হচ্ছে অনুন্নত জীবনযাপন, মায়েদের মানসম্মত চিকিৎসাসেবার অভাব, শিশু হৃদরোগ সম্পর্কে সচেতনতার অভাব এবং আর্থিক সংকটের কারণ। তাই এভারকেয়ার হসপিটাল ঢাকা বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের হৃদরোগের সেবা দিচ্ছে। আমরা চাই সব শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্য-পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসা প্রদান করতে এবং এই কাজে সরকারি-বেসরকারি শ্রেণীর দায়িত্ববানদের আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। এই কার্যক্রমটি দেশের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালের প্রতিশ্রুতিরই একটি অংশ।