” মা’ হতে যাচ্ছে ভিক্ষুকের আশ্রয়ে থাকা প্রতিবন্ধী আকলিমা, দায়িত্ব নিবে কে? ” শিরোনামে দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঠিকানা বিহীন গর্ভবতী প্রতিবন্ধীর দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
শনিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ফতেহাবাদ ইউনিয়নের দূর্গম এলাকা ঘোষঘর পূর্বপাড়া গ্রামে প্রতিবন্ধীর আশ্রয়দাতা আয়শা বেগম(৫০)’র বাড়িতে যান এবং প্রতিবন্ধীর খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আব্দুল আলীম, সমাজ সেবক জয়নাল আবেদীন মূন্সী, মো. জামাল উদ্দিনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। ভিক্ষার খোঁজে বের হওয়া প্রতিবন্ধীর আশ্রয়দাতা আয়শা বেগমের অপেক্ষা করে রাত ৭ টা অব্দি না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা চলে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এসময় শীতকম্বল ও তার খাদ্য চিকিৎসা সেবার জন্য ১০ হাজার টাকা অনুদানসহ প্রসবকালীন সময় পর্যন্ত চিকিৎসা সেবা থেকে শুরু করে পরবর্তী সময়ে আবাসন এবং জীবন চলায় যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, রোববার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদানে উপজেলা দরিদ্র কল্যাণ তহবিল থেকে যাবতীয় ব্যায়ভার বহনের আশ্বাস এবং প্রতিবন্ধী কার্ড ও ভাতা প্রদানের আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, আনুমানিক ২০ বছর বয়সী বাক ও বুদ্ধি প্রতিবন্ধী গর্ভবতী এ নারীকে ২৩ দিন পূর্বে সুবিল বাজার থেকে নিজ ঘরে আশ্রয় দেন ভিক্ষুক আয়শা বেগম। আয়শা বেগম স্বামীর মৃত্যুর পর এক প্রতিবন্ধী ভাই নিয়ে পিত্রালয়ে আশ্রিত। তার মা’ও মানষিক প্রতিবন্ধী ছিলেন, মা’ প্রায় ৫ বছর পূর্বে মারা যান। পিত্রালয়ে থেকে ভিক্ষাবৃত্তি করে নিজের এবং প্রতিবন্ধী ভাইয়ের ভরন পোষন পরিচালনা করেন। গত ১২ ডিসেম্বর আয়শা বেগম সুবিল বাজারে ভিক্ষাবৃত্তি করার সময় প্রতিবন্ধী মেয়েটির সাথে দেখা, তার খোঁজ খবর ও পরিচয় জানতে চাইলে সে কোন জবাব না দিয়ে ভিক্ষুকের পেছনে পেছনে তার বাড়িতে চলে আসে। তার পর থেকে ২৩ দিন ভিক্ষুক নারীই তার ঘরে আশ্রয়ে রেখে ওই প্রতিবন্ধী নারীর থাকা খাওয়ার ব্যবস্থা করে আসছেন। স্থানীয়রা আরো জানান, প্রতিবন্ধী নারীকে খাতা কলম দিলে তার নামটা অনেক কষ্টে আকলিমা লিখতে পারলেও আর কিছুই লিখতে পারেনি। এখন তার প্রসবকালীন সময় চলে আসায় তার চিকিৎসা নিয়ে আয়শা বেগম চিন্তিত হয়ে পড়েন। স্থানীয়রা অনুমান করে বলছেন তার গর্ভের সন্তানের বয়স ৮ মাস হবে।