দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১২ প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও মাঠের লড়াই হবে হেভীওয়েট দুই প্রার্থীর ‘নৌকা-ঈগল’ প্রতীকের মধ্যে। ‘লাঙ্গল’ আছে বেকায়দায়, তবে ‘সোনালী আঁশ’ আর ‘মিনার’ প্রতীকের পোষ্টার লিফলেট মাঠপর্যায়ে কিছু দেখা গেলেও বাকিরা নেই মাঠে।
এ আসনে হেভীওয়েট ২ প্রার্থী আওয়ামীলীগ মনোনিত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ২ বারের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল (এমপি) এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের ‘ঈগল’ প্রতীকের মধ্যে ইতিমধ্যে মূল লড়াইটা হতে যাচ্ছে। সাধারণ ভোটারদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এ দুই প্রার্থীকে ঘিরেই। মিনি পার্লামেন্ট খ্যাত এলাকার চা দোকান গুলোতে চায়ের কাপের গড়ম ধোঁয়ার সাথে তর্ক-বিতর্ক আর চুল-চেরা বিশ্লেষনে ওঠে আসছে যার যার পছন্দ-অপছন্দের প্রার্থীদের কথা।
এদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ আসগর তার নির্বাচনী এলাকায় নিজ দল জাতীয় পার্টি রওশন পন্থীদের সমর্থন হাড়িয়ে আছেন বেকায়দায়। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে তার অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে কাজ করছেন। তবে তিনি জয়ের আশায় মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
‘নৌকা’ প্রতীকে ভোট দিয়ে জনগনের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আবেদনে মাঠ চষে বেড়াচ্ছেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি। অপরদিকে ঈগল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, জবরদখল মুক্ত বাসযোগ্য দেবীদ্বার তৈরীতে ‘ঈগল’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাচ্ছেন।
সহিংসতা এবং ভয়ভীতি দুর করে ভোটের দিন ভোট কেন্দ্রে ভোটার টেনে আনার ক্ষেত্রে এবার প্রার্থীদের সামনে থাকছে বাড়তি চ্যালেঞ্জ। অপরদিকে এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে যাবতীয় কার্যক্রম পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ দায়িত্ব পালন করে আসছে বলেও ভোটারদের অভিমত।
এই আসনে ১জন স্বতন্ত্র, ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। ‘নৌকা-‘ঈগল’ প্রতীকের প্রার্থী ছাড়াও অন্যান্য আরো ১০ রাজনৈতিক দলের প্রার্থীরা হলেন,- জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক)’র প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ আসগর। তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীক)’র এডভোকেট মোঃ মাহবুবুল আলম। বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী (একতারা প্রতীক)’র মোহাম্মদ শফিউল বাদশা। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম প্রতীক)’র প্রার্থী মো. ইকরাম হোসেন। বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা প্রতীক)’র মো. আজহারুল করিম মূন্সী। ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী (চেয়ার প্রতীক)’র শিমুল হোসেন। ইসলামী ঐক্য জোট (আইওজে) মনোনীত প্রার্থী (মিনার প্রতীক)’র রফিকুল্লাহ সাদী। বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর (টেলিভিশন প্রতীক)’র প্রার্থী সাহেরা বেগম। গনফ্রন্টের (মাছ প্রতীক)’র প্রার্থী মো. আলাউদ্দিন। বাংলাদেশ কল্যাণ পার্টির (হাত ঘড়ি প্রতীক)’র প্রার্থী নাসির আল মামুন।
প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি নেতা-কর্মীদের নিয়ে নিজ নিজ প্রভাব ও জনসমর্থন দেখাতে ব্যাপক গনসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশ করছেন।
উল্লেখ্য, কুমিল্লা-০৪ (দেবীদ্বার) আসনে এবার মোট ভোটার আছে ৩ লক্ষ ৭৪ হাজার ৫২৬জন। পুরুষ ভোটার ১লক্ষ ৯৪ হাজার ২৭৬ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ২৫০জন। মোট ভোট কেন্দ্র ১১৪ টি।