দক্ষিন কোরিয়া বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহবায়ক এম এ জামান সজল দক্ষিণ কোরিয়া বিএনপির সদস্য সচিব মোঃ হারুনুর অর রশিদ হিরন এবং দূর বিভিন্ন অঞ্চল থেকে আসা দক্ষিণ কোরিয়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন অবিলম্বে তারুণ্যের অহংকার তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনতে হবে। মামলা নিয়ে কোন প্রকার তালবাহানা করলে বহির্বিশ্ব বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা মাঠে নেমে যেতে বাধ্য হবে। এবং অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।
বক্তারা আরও বলেন, নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। অবশ্যই সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।
পরিশেষে বক্তারা বলেন বিএনপির নামে যেসব ষড়যন্ত্র হচ্ছে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।