কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল কতর্ৃপক্ষ ও শিক্ষকদের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫ শিক্ষার্থী-সহ ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৮ শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক ও শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, কবি আফজাল হোসাইন মিয়াজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল সহকারী প্রধান শিক্ষক খালেদ হোসাইন মজুমদার, প্রাথমিক শাখা ইনচার্জ নূরের ছাপা খন্দকার আরিফ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাহহার, হাফেজ আব্দুল মান্নান, আবুল কালাম নয়ন, শরীফ উল্লাহ ভূঁইয়া, জাফর আহম্মেদ আপন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সুরাইয়া আক্তার, মাহমুদুল হাসান জিসান, জোনায়েদুল ইসলাম মজুমদার, জোবায়েরুল ইসলাম মজুমদার, শাহদাত হোসেন সেতু।
উল্লেখ্য, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৪৮ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৪৮ শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন জিপিএ-৫ ও ১৩জন জিপিএ-৪ অর্জন করেন। উপজেলা পর্যায়ে এ প্রতিষ্ঠানটি পরপর ৪বার শত ভাগ পাশ-সহ সেরা ফলাফল অর্জন করে। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলেই খুশি। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য স্কুল কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।