কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন পরিষদ সদস্য শিপন চৌধুরীর মালিকানাধীন অবৈধ ট্রাক্টর চাপায় মাহবুবুল হক (৫৫) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহবুবুল হক একই ইউনিয়নের বায়েরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের বদরপুর বড়বাড়ি সংলগ্ন সড়কে চিওড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে ট্রাক্টর চালক আমীর হোসেন (৩০) বেপরোয়া গতিতে পিছন দিক থেকে ইট বোঝাই ট্রাক্টর নিয়ে এসে সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অটোরিক্সা চালক মাহবুবুল হককে চাপা দিলে তিনি গুরুতর আহক হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২ সহযোগী-সহ ট্রাক্টর চালক আমীর হোসেনকে আটক করে স্থানীয়রা।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অটোরিক্সা চালক মাহবুবুল হকের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থলে থানা পুলিশের উপ-পরিদর্শক দয়ালের নেতৃত্বে ফোর্স প্রেরণ করা হয়েছে।