গলায় ফাঁস দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার অনিক আত্মাহত্যা করেছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: মোশাররফ হোসাইন।
জানা যায়, এদিন বিকাল ৫টার দিকে কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকার নিজ বাসায় আত্মহত্যা করেন অনিক। পরে পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অনিকের সহপাঠী সাঈদ আনাস জানান, অনিক তার মা ও নানুর সাথে একসাথে টমছম ব্রীজ এলাকায় থাকতেন। বিকালের দিকে গলায় ফাঁস দেন অনিক। পরে পরিবারের সদস্যরা তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।