আজ ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বে ১৫৪ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রকৌশন অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। কাল সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু।

এবার ‘এ’ ইউনিটে এ মোট আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষা দিবেন।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম পাশ নম্বর ৩৩ নির্ধারণ করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলন ও বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করেছে-

১. পরীক্ষার্থীরা কোনো অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।

২. ওএমআর শিট পাওয়ার পর পরীক্ষার্থীকে নির্ধারিত স্থানে প্রবেশপত্র অনুযায়ী নাম, পিতার নাম ও মাতার নাম ইংরেজিতে বড়ো অক্ষরে লিখে স্বাক্ষর করতে হবে; প্রবেশপত্র, ওএমআর ও উপস্থিতি শিটের স্বাক্ষর অবশ্যই একই হতে হবে।

৩. প্রবেশপত্র অনুযায়ী রোল নম্বর নির্ধারিত স্থানে লিখে সংশ্লিষ্ট বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে।

৪. প্রশ্নপত্র পাওয়ার পর সব পৃষ্ঠায় মুদ্রণ স্পষ্ট আছে কি না তা নিশ্চিত করতে হবে; অস্পষ্ট হলে পরিদর্শককে অবহিত করে প্রশ্নপত্র পরিবর্তন করতে হবে।

৫. প্রশ্নপত্রের সেট কোড ওএমআর শিটে সংখ্যায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।

৬. ওএমআর শিটের নির্ধারিত স্থানে, তিনটি ঐচ্ছিক বিষয়ের মধ্যে নির্বাচিত দুটি বিষয়ের নামের বাম পাশের বৃত্ত ভরাট করতে হবে।

৭. রোল নম্বর ও সেট কোডে কোনো ধরনের ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

৮. পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না, এবং পরীক্ষা শেষে ওএমআর শিট সংগ্রহের পর নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্ষে অবস্থান করতে হবে।

৯. পরিদর্শক উত্তরপত্র ও প্রবেশপত্রের ছবির ওপর স্বাক্ষর করেছেন কি না, তা ওএমআর শিট জমা দেওয়ার আগে নিশ্চিত হতে হবে।

১০. যানজট বিবেচনায় পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত এক দিন আগে কুমিল্লায় অবস্থানv করার পরামর্শ দেওয়া হয়েছে।

১১. পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে; পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকবে না।

১২. পরীক্ষার নিরাপত্তার স্বার্থে পরীক্ষার্থীদের কানে কোনো ডিভাইস আছে কি না তা তল্লাশি করে দেখা হবে।

১৩. পরীক্ষা চলাকালীন তালিকাভুক্ত বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

১৪. কেন্দ্র ও আশপাশের এলাকায় (হাইওয়ে ও রেলওয়ে স্টেশনসহ) নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‍্যাব, সাদা পোশাকধারী নিরাপত্তা সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট নিয়োজিত থাকবে।

এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুধু পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে। অভিভাবকদের কোনো অবস্থাতেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই নির্দেশনা বজায় থাকবে।

আরো পড়ুন

কোটাবিরোধী আন্দোলন, কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ!

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২টা...

Read more
বাবার কবরের পাশেই দাফন হলেন জবি শিক্ষার্থী অবন্তিকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় বাবার কবরের দক্ষিণ পাশে দাফন করা হয় তাকে।  শনিবার (১৬ মার্চ)...

Read more
ভূমিকম্পে কুবির আবাসিক হলগুলোতে ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা।

দেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে  ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সেই কম্পনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ  আবাসিক হলের দেয়ালে ফাটল দেখা...

Read more
কুবিতে শিক্ষার্থীদের “স্বাস্থ্য বাতায়ন” ক্যাম্পেইন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ সরকারের পরিচালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রনালয়ের "স্বাস্থ্য বাতায়ন" নিয়ে ক্যাম্পেইন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

Read more
গলায় ফাঁস দিয়ে কুবি শিক্ষার্থীর আত্মহত্যা।

গলায় ফাঁস দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার অনিক আত্মাহত্যা করেছেন।  শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top