ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধতা চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট ডিভিশনের ব্যাঞ্চের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম ওই রায় ঘোষণা করেন। আদালতের এ আদেশে নির্বাচন কমিশন (ইসি) প্রার্থিতা বাতিলসংক্রান্ত সিদ্ধান্ত বহাল রইলো।
এর আগে গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত স্থগিত করে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা করেছিল। একই শুনানিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রাখে ইসি। তবে প্রাথমিক যাচাই বাছাইয়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মূন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।
প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এবং এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ পরস্পরের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি আপিল করেন।
মঞ্জুরুল আহসান মুন্সী অভিযোগ করেন, হাসনাত আব্দুল্লাহর দাখিল করা হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উপস্থাপনায় অসঙ্গতি রয়েছে। অপরদিকে, এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনে দায়ের করা ৫৭০/২০২৬ স্মারকের ৩৪ নম্বর আপিলে মঞ্জুরুল আহসান মুন্সীকে ঋণখেলাপি হিসেবে বিবেচনার আবেদন করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার রীট খারিজ করে দেন।
ঋণখেলাপি সংক্রান্ত বিষয়ে জানা যায়, আংশিক ঋণ পরিশোধ ও ঋণ পুনঃতফসিলের মাধ্যমে গত ১৪ জানুয়ারি বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি তালিকা থেকে অব্যাহতির আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব ঋণখেলাপি সংক্রান্ত রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন এবং হাইকোর্টের আদেশ স্থগিত রেখে চেম্বার আদালতের পূর্ববর্তী আদেশ বহাল রাখেন।
এই আসনে ‘১০ দলীয় নির্বাচনী জোট’-এর প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করছেন।
উল্লেখ্য, ‘মাম পাওয়ার লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ সংক্রান্ত বিষয়ে সিআইবিতে নাম অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করলেও গত ৫ নভেম্বর তা খারিজ হয়। পরে হাইকোর্টে আপিল করলে গত ৮ ডিসেম্বর ঋণখেলাপির তালিকায় তার নাম প্রকাশ না করার নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের রায়ে বিএনপি প্রার্থী মঞ্জু মূন্সীর রিট আবেদন খারিজ করায় প্রার্থিতা বাতিল হিসেবেই আছে, ফলে কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী মাঠে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় এনসিপির প্রার্থীর হাসনাত আব্দুল্লাহর বিজয়ের পথে আর বড় কোন বাঁধা থাকলনা। তবে মূন্সীর আইনজীবীরা জানিয়েছেন আমরা বিএনপি প্রার্থী মূন্সীর প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টের চেম্বার আদালতের স্মরনাপন্ন হবে।





