আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি:একজনের মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কুমিল্লার নাঙ্গলকোটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার পেরিয়া, বাঙ্গড্ডা, মক্রবপুর, রায়কোট উত্তর, দক্ষিণ ইউনিয়ন ও পৌর এলাকা-সহ উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে ঝড়ের তান্ডবে বিদ্যুৎ লাইন লন্ডভন্ড হয়ে যায়। সড়কে গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বাড়ি ঘরের উপর গাছ পড়ে অনেকের বসত ঘর তছনছ হয়ে যায়। রোপা আমন ধানের ফসল ও আগাম শীত কালিন শাক-সবজির জমিন গুলো পানির নিচে তলিয়ে যায়। এতে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া, ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে এয়াছিন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয় ও অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃদ্ধ এয়াছিন মিয়া পাশ্ববর্তী লালমাই উপজেলার ধানওড়া ও নাঙ্গলকোট উপজেলার উত্তর শাকতলী গ্রামের মধ্যবর্তী স্থানে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। তবে তিনি ও তার পরিবারের লোকজন পাশ্ববর্তী লালমাই উপজেলার ভোটার। ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে শুক্রবার রাত ৯টার দিকে গাছ ভেঙ্গে ঘরের চালার উপর পড়ে গাছ ও ঘরের চাপে ঘটনাস্থলে ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধ এয়াছিনের এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
ঘূর্ণিঝড় মিধিলি এয়াছিনের ছেলেমেয়েদেরকে শুধু এতিম করেনি, চুরমার করে দিয়ে গেছে তাদের মাথা গোঁজার একমাত্র বসতঘরটিকেও। সরকারের পক্ষ থেকে ভূক্তভোগী পরিবারকে সহায়তার দাবি জানান এলাকাবাসি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস ও বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী গাজী, নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদ।স্থানীয় সূত্র জানায়, ধানওড়া দক্ষিণ পাড়ায় শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে ওই গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে এয়াছিনের টিনের ঘরের উপর একটি আকাশমনি গাছ ও একটি কাঁঠাল গাছ আছড়ে পড়ে। এসময় গাছের আঘাতে ঘর ভেঙ্গে ঘুমিয়ে থাকা বৃদ্ধ এয়াছিনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাছ সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। মৃত এয়াছিনের ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে।এব্যাপারে এয়াছিনের ভাই ইব্রাহীম খলিল বলেন, গাছ ও ঘরের চাপে আমার ভাই খাটের মধ্যেই মারা গেছে। পরে আমরা লোকজন নিয়ে তাকে মৃত বের করে নিয়ে আসি।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব বলেন, আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করার জন্য বলেছি। তালিকা চূড়ান্ত হওয়ার পর তাদেরকে সহযোগীতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more
নাঙ্গলকোটে কলেজ শিক্ষার্থী পিংকি হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার।

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় গাড়ি চাপা দিয়ে খুন করা হয়...

Read more
বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন।

বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড...

Read more
নাঙ্গলকোটে গরু চোরদের গাড়ী চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু!

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চোরদের বেপরোয়া গাড়ী চাপায় ওই গ্রামের ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজ শিক্ষাথর্ীর মর্মান্তিক...

Read more
নাঙ্গলকোটে বিএনপি’র ত্রাণ সামগ্রী বিতরণ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে কুমিল্লার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top