দীর্ঘ ২০ দিনেও খোঁজ মিলেনি কুমিল্লার নাঙ্গলকোটের বিরুলী গ্রামের নুনু মিয়া মজুমদারের স্ত্রী বৃদ্ধা আমেনা বেগমের (৬৫)। স্বজনরা তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার রাতে নিখোঁজ বৃদ্ধা আমেনা বেগমের ছেলে নজির আহমদ বাদি হয়ে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করে, যার নং ১২৯২।
নিখোঁজের পারিবারিক সূত্র জানায়, উপজেলার মৌকারা ইউনিয়নের বিরুলী মজুমদার বাড়ির আট সন্তানের জননী বৃদ্ধা আমেনা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। গত ৮ জুন শনিবার সকাল ১১ টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় আমেনা বেগম। ইতিমধ্যে তার সন্তান ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। আমেনা বেগমের সন্ধান পেলে ০১৬২০-৬৫১০৩২ , ০১৮৪২-৫৫৩৩৫৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।