আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী স্মরণে কুমিল্লার দেবীদ্বারে যুবলীগের আয়োজনে স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার এলাহাবাদ ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এলাহাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী ফসিউল হাসান সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশার রাজুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বাবুল হোসেন রাজু, এলাহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল। এছাড়াও ইউনিয়ন আওয়ামীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা তাদের আলোচনায় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং দেবীদ্বার আওয়ামীলীগকে এগিয়ে নিতে তার অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন। তারা আরও বলেন, বর্তমানে তারই সুযোগ্য পুত্র সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বাবার দেখানো পথ অনুসরণ করে দেবীদ্বারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত সংসদ রাজী মোহাম্মদ ফখরুলকে আবারো নির্বাচিত করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী বার্ধক্যজনিত কারণে গত (২১ অক্টোবর) শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।