সনাতন ধর্মালম্বীদের সাথে কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা চকবাজার কালী মন্দিরের বার্ষিক মহোৎসব অনুষ্ঠান পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাবেক প্যানেল মেয়র আব্দুস সালাম মাসুক, চকবাজার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালী পদ চক্রবর্তীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মনিরুল হক চৌধুরী বলেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এক হয়ে মিলেমিশে বাস করতে চাই। ধানের শীষের পক্ষ থেকে আমি আপনাদের এই উৎসবের আনন্দ ভাগ করে নিতে এসেছি। আমি মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তায় বিশ্বাস করি। কোনো বিভেদ নয়, আমরা মিলেমিশে থাকবো। যখন যেটা প্রয়োজন হয়, আপনারা বলবেন। এ মন্দির ঐতিহাসিক স্থান, এ চকবাজারও ঐতিহ্যবাহী বাজার। আমি নির্বাচিত হলে, এ অঞ্চলকে ঢেলে সাজাবো।
তিনি বলেন দল আমাকে মনোনীত করে সম্মান দিয়েছে। আপনারা আমাকে একটি ভোট দিয়ে এ অঞ্চলের জনগণের সেবা করার সুযোগ দিন।





