কুমিল্লার দেবীদ্বারে উনঝুটি আদর্শ পাঠাগারের উদ্যোগে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) বিকেলে উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের উনঝুটি গ্রামে পাঠাগার মাঠ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে ধনু মিয়া মাষ্টার এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
উনঝুটি আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, মোঃ আবুল কালাম, মোঃ খোরশেদ আলম খান, আবুল কাশেম, ফজলুল করিম মাষ্টার, মোশারফ হোসেন মাষ্টার, সাদ্দাম হোসেন খান প্রমুখ।
এসময় অতিথিরা মা-বাবার প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত আলোচা করেন।এবং মা-বাবাসহ সকল কবরবাসীদের জন্য দোয়া পরিচালনা করেন, উনঝুটি মোজাম্মেল হক নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে শ্রেণি ভিত্তিক ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃত্তি, ইসলামিক গজল, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।