কুমিল্লার দেবীদ্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের স্মরণে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬আগষ্ট) সকাল সাড়ে ১০টায় যুবলীগ নেতা মোঃ ছালাউদ্দীনের আয়োজনে উপজেলার পৌর এলাকার পান্নারপুল আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল, ভানী ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, গুনাইঘর উওর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাছেল, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর যুবলীগের সহসভাপতি আল-আমিন খাঁন, বিশিষ্ট ব্যাবসায়ী জাকারোন, নজরুল ইসলাম প্রমুখ।