ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা উপস্থিত ছিলেন। এসময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ দেবীদ্বারের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি আরো বলেন,কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের পাশে থেকে দেবীদ্বারকে একটি আধুনিক, স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করে যাবো।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (২৯মে) দেবীদ্বারে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো. মামুনুর রশিদ ৯২ হাজার ৫২১ ভোট, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ আব্দুল্লাহ আল-কাইয়ুম ১ লক্ষ ২ হাজার ৪২৪ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে শাহিনুর আক্তার লিপি ৮৭ হাজার ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।