শনিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পরিদর্শন করেছেন কুমিল্লা সেনানিবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম থানা পুলিশের সদস্যদেরকে কার্যক্রম শুরু করতে বলেন এবং নিরাপত্তায় সার্বিক দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন রাখার আশ্বাস দেন।
তিনি বলেন, পুলিশ সদস্যের মনবল ফিরিয়ে আনার লক্ষ্যে তাদের সাথে গণমাধ্যম কর্মীসহ সকলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের সাথে রয়েছে ।
এ সময় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূইয়া উপস্থিত ছিলেন।