কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন চাঁদপুরস্থ বায়োমেট হসপিটালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু শনাক্ত পরীক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বায়োমেট হসপিটালকে ৩০ টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম।
এ সময় সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মেসবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মেসবাহ উদ্দিন।