কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া সদর দক্ষিণে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ২৭ আগস্ট রবিবার বিকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন বিল্লাল, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বাপ্পি, সদস্য জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শুভ উপস্থিত ছিলেন ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি
মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক সহ সব অপরাধ কমে যাবে। সকল বিষয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমিও আপনাদের কাছ থেকে সহযোগিতা নিব।পরে নবাগত ওসি’কে সদর দক্ষিণের সামগ্রিক বিষয়ে সাংবাদিকরা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করার কথা বলেন।