দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সদর দক্ষিণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সুয়াগাজী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, লুৎফর রহমান লুতু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক খন্দকার সোহেল রেজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন অপু, সাধারণ সম্পাদক তুহিন হোসেন প্রমুখ।
এ সময় সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, হাসমত উল্লা হাসু, আব্দুল গফুর বিএসসি, আব্দুল করিম, আব্দুল মালেক, আবু তাহের মেম্বার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাফর আহমেদ, দফতর সম্পাদক গোলাম মর্তুজা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মমিন, অর্থ বিষয়ক সম্পাদক তানভীর হোসেন পারভেজ, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লা আমান, সদস্য মমিনুল ইসলাম লিটন, সদস্য জহিরুল ইসলাম স্বপন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সহ সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।