আজ বৃহস্পতিবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর পক্ষ থেকে মানবিক কার্যক্রমের আওতায় চিকোনিয়া আশ্রয়ণ প্রকল্প ও বেতাগাঁও আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন স্থানে দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখিত আশ্রয়ন প্রকল্প ও অন্যান্য স্থানে শীতবস্ত্র প্রদান করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির ডিজিএম (কারিগরি) আতিকুর রহমান, এজিএম (এইচ আর) তাপস কুমার পাইন ও এজিএম (এমএস) কিংসুক কুমার রায় প্রমুখ।