দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের মনোনয়ন পত্র দাখিল।
বৃহস্পতিবার (৩০নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানার নিকট ওই মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিউদ্দিন শফি, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা ও বাবুল হোসেন রাজু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তার বাবা সাবেক উপমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মূন্সীর হাত ধরেই ২০০৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন। ওই সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে পরাজিত করে বিজয়ী হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পূর্বের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে জনগনের ভোটে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনেও বিজয়ী হবার প্রত্যাশা ব্যক্ত করেন।