সোমবার (১৪ আগস্ট) বিকেলে লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামাল লোটাস কামাল এফসিএ পক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে মোট ৩ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম, অর্থমন্ত্রীর পিএ মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, লালমাই উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক বণিক, সদস্য এমদাদুল হক মজুমদার, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান কবির, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত গাজী, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ রুবাই বাগমারা দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বেলঘর উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন হাজারী সহ অনেকে।