ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা উত্তোলন করে সিঁড়িতে এসে দেখে ব্যাগের চেইন খোলা, টাকা উধাও ! ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় দেবীদ্বার কলেজ রোডের ভূঁইয়া টাওয়ারের ২য় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক লিমিটেডের দেবীদ্বার শাখায়।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই ব্যাংক থেকে দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের প্রবাসী মাহববুর রহমানের স্ত্রী মোসাঃ পারভিন আক্তার স্থানীয় অগ্রণী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন। সেই টাকা তিনি বেনিটি ব্যাগে নিয়ে ব্যাংকের সিঁড়িতে এসে দেখে তার ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভিতরে রাখা টাকা উধাও। তাৎক্ষনিক তিনি ব্যাংক ব্যবস্থাপককে বিষয়টি অবহৃত করে এবং ৯৯৯’এ ফোন করে ঘটনাটি জানান। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) রেজোয়ানুল হক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন।
ভুক্তভোগী মোসাঃ পারভিন আক্তার জানান, বাড়ি সংস্কারে বকেয়া টাকা পরিশোধের জন্য তার প্রবাসী স্বামীর পাঠানো ৫০ হাজার টাকা ওই ব্যাংক থেকে তুলে ব্যাংকেই বিদ্যুৎবিল পরিশোধ করে সিঁড়িতে নামার সময় বেনেটি ব্যাগে হাত দিয়ে দেখে তার ব্যাগের চেইন খোলা এবং ব্যাগে কোন টাকা নেই। ব্যাংকের ভিতরে তার টাকা কে বা কাহারা নিয়ে গেছে তিনি সঠিক ভাবে বলতে পারছেন না। তবে এবিষয়ে তিনি অজ্ঞাতনামা চুর/ চুরদের উল্লেখ করে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড দেবীদ্বার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল আলম ভূঁইয়া বলেন, বিষয়টি শুনেই সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। ঘটনাটি ব্যাংকের ভিতরে পৌনে ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটেছে বলে মনে হয়। সিসিটিভি ফুটেজে ওই নারীর পাশ ঘেঁষে থাকা একাধিক বোরখা পড়া নাড়ীকে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে।
এ ব্যাপারে তদন্তে আসা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) রেজোয়ানুল হক জানান, আমরা ৯৯৯-এ সংবাদ পেয়ে এসেছি। ঘটনা তদন্ত করছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করব।