কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার দুপুরে পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের উন্নয়ন, সমস্যা সমাধান, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য এই সমন্বয় সভা করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্বাবধানে ও সমাজসেবক শামসুল হক এর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহাবুব আলম চৌধুরী, মামুনুর রশিদ মজুমদার, বিডিআর মাহে আলম, সাংবাদিক এম ফিরোজ মিয়া, সেলিম মজুমদার, সাইফুল ইসলাম বাবুল সহ ২২নং ওয়ার্ডের সকল গ্রামের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে ওয়ার্ডের সমস্যাগুলো তুলে ধরেন। ধারাবাহিকভাবে সকল সমস্যা সমাধান করবেন বলে জানান ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।





