আজ ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে-আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তা হলে ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।

যখন আমি দায়িত্বে ছিলাম, আমাদের বঞ্চিত কুমিল্লার উন্নয়নের জন্য আমি কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সকল প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু মাত্র একটি ‘ঘোষনা’ অপেক্ষা মাত্র। কোন রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা ছাড়া আর কোন উপায় বাকি নাই।

গনভোটের পক্ষে পদযাত্রায় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে নিউমার্কেট ‘জুলাই শহীদ সাব্বির চত্তরে’ আয়োজিত এক পথসভায় সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা কুমিল্লাকে নিয়ে তার বিশেষ ধরনের কস্ট ছিল। সেই কস্ট থেকে কুমিল্লার উন্নয়নে নতুন ধরনের প্রস্তাবতো দূরের কথা, যে প্রকল্পগুলো চালু ছিল, তা বন্ধ করে দিয়েছিল। কুমিল্লার যেখানে পাকা রাস্তা ছিল, কাজ না হতে হতে তা মাটির রাস্তায় পরিনত হয়েছে।

আমরা গত ১৭ বছরের নিপিড়ন দেখেছি, আমরা দেখেছি গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজী, টেন্ডারবাজী, দুর্নীতিসহ যতধরনের অন্যায়, অনাচার আছে শেখ হাসিনার পক্ষ থেকে আমরা সেগুলো পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা স্বত্বেও একটি দলের কাছ থেকে গত ১৭ মাসে আবার নিপিড়নের শিকার হয়েছে। সেখান থেকে দেশের মানুষ অভিজ্ঞতা নিয়েছে। সুতরাং সেই অভিজ্ঞতায় আমরা ভোটাধিকার প্রয়োগে সিদ্ধান্ত গ্রহনের জন্য যথেষ্ঠ হওয়া উচিত। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি গনভোটে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।

পদযাত্রায় প্রধান অতিথি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মনিরা শারমিন, কুমিল্লা- ৩ আসন (মুরাদনগর)’র জামায়েতের প্রার্থী ইউছুফ হাকিম সোহেল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহবায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা (উঃ) জেলা জামায়েতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমূখ।

পথসভা চলাকালে সেনা, র‍্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল দেবীদ্বার নিউমার্কেট এলাকার পদযাত্রা মঞ্চ।

আরো পড়ুন

‘শিক্ষাই হোক কন্যার শক্তি- দেবীদ্বারে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের দৃঢ় অঙ্গীকার।

বাল্যবিয়ে, যৌতুক ও মাদক,- এই তিনটি সামাজিক ব্যাধি থেকে মুক্ত সমাজ গড়তে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর পদযাত্রা ও আলোচনা সভা

ক্ষমতার রাজনীতি নয়, গণমানুষের রাজনীতিই এনসিপির মূল লক্ষ্য। আগামীর রাজনীতি হবে সততা ও ন্যায়ের রাজনীতি। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লার...

Read more
বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মূন্সীর মনোনয়ন বৈধতার রিট খারিজ করেছে হাইকোর্ট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধতা চেয়ে...

Read more
দেবীদ্বারে বিএনপি’র কর্মীসম্মেলন রুপ নিল জনসভায়।

১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ আর কোন দিন স্বাধীন হতোনা, আর ওই...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top