বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা কমরেড আবুল কাসেম (৬৫)কে শ্রদ্ধা- ভালোবাসায় চীরবিদায় জানালেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে দেবীদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেবীদ্বার উপজেলা সভাপতি ও সিপিবি দেবীদ্বার উপজেলা সদস্য এবং ভূমিহীন সংগঠনের নেতা কমরেড আবুল কাসেম (৬৫)’র কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, নিজেরা করি সংস্থা, ভূমিহীন সংগঠন, বাংলাদেশ যুবইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার কমরেড পরেশ কর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ, নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, রসুলপুর শাখার সমন্বয়ক উজ্জল হোসেন, ভূমিহীন সংগঠন উপজেলা সভাপতি মোখলেসুর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উপজেলা নেতা তাজু মিয়া, লিল মিয়া, বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা নেতা মো. বিল্লাল হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারন সম্পাদক দিপ্ত দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য কমরেড আবুল কাসেম কন্ঠনালীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দির্ঘ রোগ ভোগের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর রাত সোয়া ৮টায় নিজ বাড়ী উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), নিজেরা করি সংস্থা, ভূমিহীন সংগঠন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নে’র পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) জুম্মার নামাজের পর জানাযা শেষে পারিবারিক গোরন্তানে দাফন সম্পন্ন করা হয়।