‘‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে নির্বাচিত ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ই ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকারের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান।
এসময় আরো বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সেন আবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এইচ এম শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক, নিবার্চিত জয়িতা সানজিদা আফরিন, সুপ্রিয়া ভৌমিক, আয়েশা বেগম। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহাম্মদ, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তারসহ উপজেলা বিভিন্ন সংগঠনের নারী উদ্যোক্তাগন।
রোকেয়া দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫টি ক্যাটাগরিতে ৫জন সফল নারীকে জয়িতা হিসেবে ঘোষনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।