কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে অনুমোদনহীন ইটভাটা স্থাপন, ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় মেসার্স মুক্তা ব্রিকস বর্তমান এম.বি.আই নামক ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা ও ফিল্ডের চিমনি ভেঙে দেয় প্রশাসন।
বৃহষ্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
জানা যায়, পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার দায়ে ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি এম.বি.আই ইটভাটায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
এ সময় তিনি মেসার্স মুক্তা ব্রিকস বর্তমান এম. বি.আই নামে থাকা ইটভাটাকে একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা করেন এবং ইট ভাটাটির অনুমোদন না থাকায় ভেকু দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাকিব হাসান খান। অভিযানে প্রশিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন, পরিদর্শক চন্দন বিশ্বাস এবং হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, মুরাদনগর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ও উপজেলা বিদ্যুৎ বিভাগ।
এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, উপজেলার কৃষি জমির মাটি ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।