“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখা কুমিল্লার মুরাদনগর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে কল্যান রাষ্ট্রগঠনে এক মুক্ত আড্ডার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। এর আগে উপজেলা কমপ্লেক্স থেকে একটি র্যালি বরে হয়। এছাড়াও ওয়াকাথন, প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান, ক্ষুদ্র ঋণ বিতরণ, দুঃস্ত ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুর রহমান।
দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সহকারি সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, নবীপুর তামিরুল মিল্লাত এতিমখানা পরিচালনা পরষদের সভাপতি রুহুল আমীন, মুরাদনগর হিলফুল ফুজুল এতিমখানার পরিচালক মোস্তাফিজুর রহমান সরকার, ছাত্র নূসরাত জাহান, ছাত্র-জনতার পক্ষে আরাফাত প্রমূখ।