আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্যাসিবাদ আওয়ামীলীগের প্রশ্নে জিরো টলারেন্স: হাসনাত আব্দুল্লাহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

স্বৈরাচার আওয়ামীলীগ বাংলাদেশে ফিরবে কি ফিরবেনা তা ৫ আগস্ট চুড়ান্ত হয়ে গেছে। ফ্যাসিবাদ আওয়ামীলীগের প্রশ্নে জিরো টলারেন্স।

পৃথিবীতে এমন কোন ইতিহাস নেই ফ্যাসিবাদ পতনের পর আবার ফিরে এসেছে। বরং যেটা হয়েছে, যারা ফ্যাসিবাদ থেকে উৎখাতিত হয়েছে, তারা ক্রমশ ইতিহাসে নিগৃহিত হয়েছে। জার্মানের নাজি পার্টি ও মুসোলিনি পার্টি যে ক্যাটাগরির এই ফ্যাসিবাদ আওয়ামীলীগও সেইম ক্যাটাগরির, এই আওয়ামীলীগের বাংলাদেশে বিচার নিশ্চিত হওয়ার পূর্বে বা পরে আর কোনভাবে ফেরার সুযোগ নেই। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ২০২৪ জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্যকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, আমরা আপনাদের সন্তানদের সাথে নিয়ে যে আন্দোলন করেছি, সেই আন্দোলনটি কিন্তু দীর্ঘমেয়াদী। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে, যাতে কোন ফ্যাসিবাদ আর ফিরতে না পারে। ফ্যাসিবাদ শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারে, অর্থনীতিতে থাকতে পারে, প্রশাসনে থাকতে পারে। তাই আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আমরা যে স্বপ্ন দেখেছি নতুন বাংলাদেশ গড়ার, তা সকলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে গড়তে হবে।

এ সময় তিনি আরো বলেন, আমাদের ছাত্র সংহতি সপ্তাহ শুরু হয়েছে। আমাদের যে জাতীয় সংহতি রয়েছে, ঐক্য রয়েছে, তা ভাঙতে বিদেশে বসে ফ্যাসিস্ট হাসিনা চক্রান্ত করে যাচ্ছে। আমি সকলকে আহবান করবো ফ্যাসিবাদকে উৎখাত করতে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী বাংলাদেশ গড়তেও আমরা ঐক্যবদ্ধ থাকবো। যদি আমাদের মধ্যে বিভাজন থাকে, এই বিভাজরে জায়গাটিতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হতে পারে। যাদি ফ্যাসিবাদ  পুনর্বাসিত হয়, তাহলে আমাদের যে স্বপ্ন ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার তা বাস্তবায়ন করা আর সম্ভব হবে না। তাই আমাদের মাঝে জাতীয় ঐক্য ছাড়া আর কোন বিকল্প পথ নাই।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এ সমায় আরো বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, দেবীদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ শাহিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক কাজী নাছির, সংগঠক মোহতাদির যারিফ সিক্ত, ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

পরে দুপুরে ২ টায় দেবীদ্বার মাজেদা আহসান মুন্সী পৌর গণ পাঠাগারে ৭ শতাধিক বই উপহার দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন হাসনাত আবদুল্লাহ।

আরো পড়ুন

দেবীদ্বারে ইটভাটা ও জমির মালিককে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা।

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইটভাটার মালিককে ৫ লক্ষ টাকা এবং জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান...

Read more
ভূয়া ডিবি সেজে অপহরণের চেষ্টাকালে গাড়িসহ চক্রের ১ সদস্য আটক।

ডিবি পুলিশ সেজে কুমিল্লার দেবীদ্বারে পথচারী অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয় আন্তঃজেলা সাদা পোশাকের এক ভূয়া ডিবি সদস্য।...

Read more
দেবীদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম’র দাফন সম্পন্ন।

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন(৭৯)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গুনাইঘর...

Read more
দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। দেশ দুর্নীতির কবলে পতিত হলে উন্নয়ন ব্যাহত হয়। যার...

Read more
দেবীদ্বারে নির্জন ফসলি মাঠে পড়েছিল দুই যুবকের মরদেহ।

কুমিল্লার দেবীদ্বারে নির্জন বিলের ফসলি মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top