কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চোরদের বেপরোয়া গাড়ী চাপায় ওই গ্রামের ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজ শিক্ষাথর্ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তালতলা-আটগ্রাম সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিংকি রায়কোট গ্রামের পূর্বপাড়ার আব্দুল কাদেরের মেয়ে। সে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষাথর্ী। এ রিপোর্ট লিখা পর্যন্ত রাত সাড়ে ৯টায় নিহতের বাড়িতে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক সহ পুলিশের একটি ফোর্স অবস্থান করলেও স্বজনদের বাঁধায় লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়কোট গ্রামের আব্দুল কাদেরের বাড়ির সামনে তার একটি গরু বাঁধা ছিল। দুপুরে জুম্মার নামাজের সময় বাড়ীর লোকজন নামাজ পড়তে চলে যায় ওই সময় ৪/৫ জনের গরু চোরের একটি দল তাদের প্রাইভেটকারে ঢুকিয়ে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় আব্দুল কাদেরের স্ত্রী আছমা বেগম চোরদেরকে বাঁধা দিলে তাকে মারধর করে আহত করে। আছমার চিৎকারে তার কলেজ পড়–য়া মেয়ে পিংকি দৌঁড়ে এসে প্রাইভেটকারটি সামনে দাঁড়ায়। ওই সময় চোর দল মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের পিতা আব্দুল কাদের বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ৪/৫ জনের গরু চোরের দল বাড়ির সামনে থেকে আমার গরুটি প্রাইভেটকারে করে চুরি করে নিয়ে যাচ্ছিল, এসময় আমার স্ত্রী বাধা দিলে তাকে মারধর করে। আমার মেয়ে পিংকি প্রাইভেটকারের সামনে দাঁড়ালে তাকে গাড়ী দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।