কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহর আলী’র ঘরবাড়ি ভাংচুর, মারধর ও জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা। ঘটনাটি ঘটে শুক্রবার (৪অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পৌর এলাকার হামলাবাড়িতে।
লিখিত অভিযোগ সূত্র ও ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহর আলী জানান, ৪ যুগের অধিক সময় ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করেছেন। গত তিন মাস আগে পৈত্রিক সম্পত্তিতে একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস শুরু করেছেন। গত শুক্রবার (৪অক্টোবর) বাড়িতে টিউবওয়েল বসাতে গেলে প্রতিবেশী ফরিদ মিয়া ও তার ছেলে, ভাইয়েরা মিলে তাহার (মোহর আলীর) ঘরবাড়ি, বাড়ির সামনের টিনের বেড়া, টিউবওয়েল এর পাইপ, টয়লেটের রিং ও স্লাব ভাংচুর করে জবরদখলের চেষ্টা চালায়। তিনি বাঁধা দিতে গেলে তার স্ত্রীসহ তাকে মারধর করেন অভিযুক্তরা। এ সময় ঘরের চারপাশে গাছ লাগিয়ে এবং বিভিন্ন হুমকি ধমকি দেন। এ ঘটনায় তিনি দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ফরিদ মিয়ার কাছে বীর মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর, মারধর ও জবরদখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি এ জমি মোহর আলীসহ তার বাবা, দুই ভাইয়ের কাছ থেকে বাড়ি করা জমিটি ক্রয় করেছেন। মোহর আলী দুই শতকের মালিক হলেও পাঁচ শতক দখলে আছে। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান। তাই আমরা টিউবওয়েল বসাতে দেইনি।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।