কুমিল্লার দেবীদ্বারে প্রচন্ড দাবদাহে পথচারি, যাত্রী, শ্রমজিবী ও হাসপাতালের রোগীদের মাঝে দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১’র ব্যাচ বন্ধুদের সংগঠন ড্রিম বয়েজের শরবত বিতরণ।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে এবং সরকারি হাসপাতালে তৃষ্ণার্তদের হাতে শরবতের বোতল তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আলী এহসান বিজয়, হাসপাতালের সুপারভাইজার মামুনুর রশিদ, ড্রিম বয়েজের সদস্য, মোঃ কাউছার হায়দার, ফয়েজ আহমেদ, আবুল হোসেন, মোহাম্মুদুল্লাহ সোহাগ, বাহারুল ইসলাম, বাবু প্রমুখ। এ সময় প্রায় ১হাজার লিটার শরবত বিতরণ করা হয়।
ড্রিমবয়েজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শ্রমজীবী ও সাধারণ মানুষ ভূয়সী প্রশংসা করেন। আয়োজকরা জানান, প্রচন্ড দাবদহে সাধারণ খেটে খাওয়া মানুষ, পথচারী ও হাসপাতালের রোগীদের একটু স্বস্তি দিতে আমাদের এ আয়োজন।