স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা একটি মানচিত্র পেয়েছি, পেয়েছি একটি স্বাধীন ভূখন্ড। ৭মার্চ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের কৃষক-শ্রমিক-জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, তারই ফলস্বরূপ আমরা পেয়েছি এই স্বাধীনতা। অসাধারণ নেতৃত্ব গুণসম্পন্ন আমাদের একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি।
রোববার (২৬ মার্চ) সকাল ৯ টায় দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতো তাহলে আরো আগেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হতো। স্বাধীনতার ৫৩ বছর পর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমাদের দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তারই হাত ধরে গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ।
বাঙালির গৌরবদীপ্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দেবীদ্বার উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। পরে উপজেলার বঙ্গবন্ধু ম্যোরালে, স্বাধীনতা স্তম্ভে ও গণকবরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযুদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা আওয়ামিলীগ ও এর অংগ-সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে সকাল ৮টায় দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবীদ্বার’র সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ওমানী। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া, দেবীদ্বার সার্কেল এএসপি শাহ মোহাম্মদ তারিকুজ্জামান। সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক বীর মুক্তিযুদ্ধা মোস্তাকুর রহমান ফুলমিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কাশেম, এমপি আজাদের সহধর্মিণী সাদিয়া সাবা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, অধ্যক্ষ হুমায়ুন কবির, মোঃশাহজাহান সরকার, হাজী জালাল, একেএম কামরুজ্জামান মাসুদ, মোকবল হোসেন মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট উপহার দেওয়া হয়েছে এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। দুপুরে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ গুলোতে জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের উন্নয়নে বিশেষ মোনাজাত, বিকেলে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের কর্মসূচির সমাপ্তি হবে।