অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, ৭ ই জানুয়ারী নির্বাচনে মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে। তাই নেতাকর্মীদের মাঠে থেকে ভোটার দের কাছে উন্নয়ন বিষয় তোলে ধরতে হবে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার নির্বাহি অফিসার মৌমিতা দাশের নিকট মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল এমপি আর বলেন,জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। তিনি রাষ্ট্রক্ষমতা থাকলে দেশের অপ্রতিরোধ্য গতিতে দেশ এগ্রিয়ে যাবে।
এই সময় নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক রফিকুল হোসেন, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন, কুমিল্লা জেলা আওয়ামীলীগের নেতা মোঃ আবদুল হামিদ, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন কালু, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম শাহিন, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক হাজী আব্দুর রহিম, নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন অপু উপস্থিত ছিলেন।