প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহুর্তে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। তাঁরা বিদেশীদের দারস্ত হয়ে আগামী নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, নির্বাচন বানচাল করে অগ্নি-সন্ত্রাস ও মানুষ হত্যার মধ্যে দিয়ে ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছে। তাদের সে সুযোগ দেওয়া হবে না। রাজপথেই শক্ত হাতে তাঁদের মোকাবেলা করা হবে। তারা কখনোই দেশের শান্তি ও উন্নয়ন চায় না।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্বদানকালে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করেছিল। তাঁরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে জনগণ আর ভোট দেবে না বুঝতে পেরেই তাঁরা নাশকতা-আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে আমরা মাঠে প্রস্তুত আছি।
শনিবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় শতাধিক মোটরসাইকেল ও গাড়িবহরে করে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ওই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে। পরে সন্ধ্যায় একই স্থানে গিয়ে শেষ হয় পথসভা ও বিক্ষোভ মিছিল।
এসময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির চেয়ারম্যান, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, মোঃ কামরুজ্জামান মাসুদ, গেলাম সারোয়ার মুকুল ভূইয়া, হাজী জালাল উদ্দিন ভূঁইয়া, মোঃ জাহিদুল আলম, জাকারিয়া ম্যানেজার, মোঃ জসিম উদ্দিন সরকার, মোঃ শাহাজান সরকার, মোঃ নুরুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম, সাবেক ছাত্রলীগ নেতা জুলহাস মিয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রুবেল, উপজেলা আহবায়ক আসাদুজ্জামান রনি প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।