কুমিল্লার সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর এলাকার লালমাই পাহাড় থেকে পুরোনো একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে
ঢাকার বোম্ব ডিসপোজাল টিম এসে শেলটি বিস্ফোরণ ঘটায় ।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া জানান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মঙ্গলবার সকাল ৯ টার দিকে একটি অবিস্ফোরিত মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শেলটি ব্যবহার করা হলেও তা অবিস্ফোরিত হয়ে পড়েছিল। বিষয়টি ঢাকার বোম্ব ডিসপোজাল টিমকে অবহিত করার পর মঙ্গলবার বিকালে বোম্ব ডিসপোজাল টিম এসে শেলটি বিস্ফোরণ ঘটায়।