কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৫০ তম জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ফাইনাল খেলাকে কেন্দ্র করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষার্থীদের ছুরিকাঘাতে বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ে ৬ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন আহতদের অভিভাবকরা।
জানা যায়, সোমবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ে মধ্যে খেলা শুরুর পূর্ব মুহূর্তে দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষার্থীদের ছুরিকাঘাতে বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ে ৬ শিক্ষার্থী আহত হয়। আহতরা হলো বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের ৭ ম শ্রেনীর ছাত্র রাজু, ৮ ম শ্রেনীর ছাত্র নাজমুল হাসান, ৯ম শ্রেণির ছাত্র মোহাম্মদ হোসেন জিতু, মাজিদ, ১০ শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন ও সামী।
ঘটনার পরপরই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের দেখতে যান। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে শান্তনা দেয়ার পাশাপাশি সঠিক বিচারের আশ্বাস দেন।
এদিকে হামলার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ।
এ বিষয়ে জানতে চাইলে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল প্রধান শিক্ষক রোকসানা মজুমদার জানান, শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব জানান, দুই স্কুল প্রধান সহ দায়িত্বশীলদের (আজ) মঙ্গলবার ডাকা হয়েছে। দোষিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম জানান, ছুরিকাঘাতের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।