কুমিল্লার দেবীদ্বারে বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে দুটি বাইক মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কাঠেরপুল এলাকায় দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় আহতদের সন্ধ্যা ৭টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, দেবীদ্বার পৌরসভা ৪নং ওয়ার্ড বড়আলমপুর গ্রামের মোঃ আবুল কাশেম সরকারের ছেলে মোঃ শরীফ (২৮), মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সাঈদী (২২), মোঃ জামাল উদ্দীনের ছেলে মোঃ সৌরভ (২০) ও ব্রাহ্মণবাড়িয়া উপজেলার কসবা থানার দক্ষিণখার গ্রামের মোঃ মোস্তফা (২০)।
আহতদের স্বজনরা জানান, আহত শরীফ, সাঈদী ও সৌরভ তাদের বন্ধু বড়আলমপুর গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে আরমানের বিয়ের দাওয়াতে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিমরাইল (মানিকনগর) যায়। সেখান থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে কাঠের পোল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে দূর্ঘটনাটা ঘটে। দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হয়।
এবিষয়ে শুক্রবার রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার খাটিয়াথা হাইওয়ে থানা ইনচার্জ আকুল জানান, দূর্ঘটনার বিষয় সম্পর্কে আমরা এখনো কিছুই জানতে পারিনি। কাঠেরপুল এলাকা আমাদের এখান থেকে অনেকটা দূর। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি।