২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে লালমাই বাজারস্থ সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল এর পূর্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বূর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু, আব্দুল গফুর বিএসসি, গোলাম জিলানী চেয়ারম্যান, আবু তাহের মেম্বার, এম এ করিম, আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, লুৎফর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সালমা মজুমদার বিউটি, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক তানভীর হোসেন পারভেজ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, আমান উল্লা আমান, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুহিন হোসেন সহ সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।