গতকাল লাকসাম উপজেলা, পৌরসভা ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি – জামায়াতের হত্যা,অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে লাকসাম আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে দলীয় কার্যালয় এসে সভার মাধ্যমে শেষ করা হয়।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্র লীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্র লীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ।
এসময় পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।