আজ ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুরাদনগরে প্রশাসনের সাঁড়াশি অভিযানে ৩ মাসে ২০ লক্ষ টাকা জরিমানা

১১০টি ড্রেজার অপসারণ ও ৯০ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানে গত ৩ মাসে বিভিন্ন অভিযোগে প্রায় ১৯,৬৬,০৫০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর মাস থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন। 
এসব ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ২০২৩, সড়ক ও পরিবহন আইন ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, পণ্য পাটজাত দ্রব্য মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর বিভিন্ন ধারায় এসব অর্থ দন্ড প্রদান করা হয়েছে। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোট রেজিস্ট্রার সূত্রে জানা যায়, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান যোগদানের পর থেকে গত ২০/১১/২০২৪ইং থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ধারায় ৪০টি মামলায় ২,৯৯,৯০০/-টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, তিনি যোগদানের পর ০৫/১০/২০২৪ ইং থেকে ৩১/১২/২০২৪ ইং পর্যন্ত ৪৮ টি মামলায় ৫৩ জনের নিকট থেকে সর্বমোট ১৬,৬৬,১৫০/-টাকা জরিমানা আদায় করেছেন। দিনে এবং রাতে বিভিন্ন স্থানে অভিযানকালে ১১০ টি ড্রেজার বিনষ্ট বা অপসারণ করা হয়েছে। ৯৫ হাজার পাইপ ভেঙে বিনষ্ট করা হয়। এছাড়াও জমির উর্বর মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর (ভেকু) এবং মাটি পরিবহনের ৬০টি ট্রাক্টর মুচলেকা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এক্সকেভেটরে ব্যবহৃত ১০টি ব্যাটারি জব্দ করা হয়। মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম কে আই জাবেদ বলেন, বর্তমান ইউএনও ও এসি ল্যান্ড যোগদানের পর থেকে বিশেষ করে কৃষিজমি রক্ষায় দিনে ও রাতে ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে সাড়সি অভিযান পরিচালনা করছেন। কিন্তু অপসারণের কিছু দিনের মধ্যেই পুনরায় প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীরা নতুন ভাবে মাটি উত্তোলনের কাজ শুরু করে দেন। কিছুটা কমলেও একেবারে দমন করা সম্ভব হচ্ছে না।
সুপ্রিম কোর্টের আইনজীবী এড: এ কে আজাদ উজ্জল জানান, অনেকেই ড্রেজারে ক্ষতিগ্রস্থ জমি ভরাট করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে জমির দাগ মৌজা উল্লেখ করে ইউএনও এবং এসি ল্যান্ডের নিকট আবেদন করেছেন। প্রশাসন মহামান্য আদালতের প্রদানকৃত নির্দেশনা মতে মাটি দিয়ে ভরাটের ব্যবস্থা নিতে আইনত বাধ্য হলেও এখন পর্যন্ত ড্রেজারের অবৈধ গর্ত ভরাট করে কৃষিজমি পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে মহামান্য হাইকোর্টের রিট ১৪১০৮/২২ মোকদ্দমার নির্দেশনা মতে তেমন পদক্ষেপ নেয়া হয়নি।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, কৃষি জমির টপসওয়েল রক্ষায় এই ধরনের অভিযান আগামীতে আরো জোরদার ও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরো পড়ুন

কুসিক মেয়র রিফাত আর নেই।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর নেই। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে (বাংলাদেশ...

Read more
বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি গঠন।

লালমাই উপজেলা বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নতুন ৫১ সদস্য  বিশিষ্ট  কমিটি অনুমোদন দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগ। গত ৪...

Read more
দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও র‍্যালীসহ ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে।...

Read more
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই লক্ষ্য এ দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক,সম্মানের সাথে বাঁচুক:এমপি বাহার।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরেই এ দেশের মানুষ উন্নত জীবন যাপন করতে পারছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান পাচ্ছে, তাদের পাশাপাশি...

Read more
ব্রাহ্মণপাড়ায় সোনালী আঁশ পাট কাটা ও সংগ্রহে ব্যস্ত কৃষকর

  পাট কাটা, জাগ দেওয়া, পাট কাঠি থেকে পাট ছাড়ানো ও শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
Scroll to Top