আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দেবীদ্বারের সিয়ামের: বাড়িতে শোকের মাতম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল দেবীদ্বারের সিয়াম(২২)। অভাবগ্রস্থ্য পরিবারের চাকা ঘুরাতে ধার-দেনা করে ১৪ মাস পূর্বে সৌদী আরবের রিয়াদ শহরে পারি জমিয়েছিল নিহত সিয়াম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঋণের বোঝা পরিবারের মাথায় রেখেই, গোটা পরিবারকে এক অনিশ্চিয়তার মধ্যে ফেলে রেখে না ফেরার দেশে পাড়ি জমান সিয়াম।

ঘটনাটি ঘটে, শনিবার (৫ অক্টোবর) সৌদি আরবের রিয়াদ শহরে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। একটি মাদ্রাসার পানির মটারের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। নিহত সিয়াম(২২) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের বড়বাড়ির মোঃ আসুম উদ্দিনের পুত্র। পরিবারের বড় ছেলের মৃত্যুতে পুরো পরিবারে বইছে শোকের মাতম।

রোববার (৬ অক্টোবর) সকালে সরেজমিনে নিহতের বাড়িতে গেলে নিহত সিয়ামের চাচা জসিম মিয়া জানান, ২০২৩ সালের জুলাই মাসে প্রায় ৫ লক্ষাধীক টাকা ধারদেনা করে সৌদি আরবে পাড়ি জমান সিয়াম। সেখানে রিয়াদের একটি মাদ্রাসার গাড়ির ড্রাইভার হিসেবে কাজে গেলেও ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। গতকাল শনিবার মাদ্রাসার পানির মটর এর কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়। অশ্রুসিক্ত নয়নে তিনি আরও জানান, সিয়াম পরিবারের বড় সন্তান, সংসারের হাল ধরতেই প্রবাসে পাড়ি জমান। সিয়ামের বাবা আসুম উদ্দিন ১৮ বছর সৌদি আরবে প্রবাসি জীবন শেষ করে গত জুন মাসে অসুস্থ হয়ে দেশে ফিরেন। সিয়ামের বাবা তার প্রবাস জীবনে কিছুই করতে পারেনি। উল্টো অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ছেলে প্রবাসে যাওয়াতে তিনি দেশে ফিরে আসেন। সিয়াম তার পরিবারের হাল ধরেন, তার আয় রোজগার দিয়েই চলত পরিবারের খরচ। তার মৃত্যুতে আমরা সবাই আজ বাকরুদ্ধ। দুই ভাই এক বোনের মধ্যে সিয়াম ছিল সবার বড়। ছোট ভাই সিফাত (১১) এবং ছোট বোন হাবিবা (৮)। তিনি আরো জানান, সিয়ামের ঋনের ২ লক্ষ ৫০ হাজার টাকা এখনো শোধ করতে পারেনি। একমাত্র উপর্জনকারীর মৃত্যুতে অনিশ্চিত অন্ধকারে গোটা পরিবার।

এদিকে পুত্র শোকে বারবার মুর্ছা যাচ্ছেন নিহতের মা মোর্শেদা বেগম। তিনি যেনো বিশ্বাস করতেই পারছেন না ছেলের মৃত্যুর কথা। বারবার শুধু বলছেন তুই আমাদের আগে চলে গেলি আমরা কিভাবে থাকবো। তার মা সরকারের কাছে দাবী তুলেছেন সন্তানের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

আরো পড়ুন

দেবীদ্বারে ইটভাটা ও জমির মালিককে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা।

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইটভাটার মালিককে ৫ লক্ষ টাকা এবং জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান...

Read more
ভূয়া ডিবি সেজে অপহরণের চেষ্টাকালে গাড়িসহ চক্রের ১ সদস্য আটক।

ডিবি পুলিশ সেজে কুমিল্লার দেবীদ্বারে পথচারী অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয় আন্তঃজেলা সাদা পোশাকের এক ভূয়া ডিবি সদস্য।...

Read more
দেবীদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম’র দাফন সম্পন্ন।

কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খোকন(৭৯)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গুনাইঘর...

Read more
দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত।

দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। দেশ দুর্নীতির কবলে পতিত হলে উন্নয়ন ব্যাহত হয়। যার...

Read more
দেবীদ্বারে নির্জন ফসলি মাঠে পড়েছিল দুই যুবকের মরদেহ।

কুমিল্লার দেবীদ্বারে নির্জন বিলের ফসলি মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top