আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিসিএন শিক্ষা পরিবারের সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত এসএসসির কৃতি শিক্ষার্থীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা। ০৫ জুন বুধবার সকালে এবং দুপুরে দুই পর্বে কুমিল্লার চারটি উপজেলা আদর্শ সদর, সদর দক্ষিণ, বরুড়া এবং লালমাই উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুমিল্লা কোটবাড়ি এলাকার চৌধুরী এস্টেটে সবুজে ঘেরা লালমাটির নান্দনিক সিসিএন ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে।
শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও এসে ক্যাম্পাসকে করে তুলেছেন আরো রঙীন। সিসিএন পলিটেকনি ইনিসটিটিউট ভবনের দ্বিতীয় তলায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। কারিগরি শিক্ষার বর্তমান-ভবিষ্যত, পরিবর্তনশীল বিশ্ব এবং প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজনীয়তা, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মান এবং ভবিষ্যতের জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হবে সেই ধারনা সহ শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে বক্তব্য রাখেন  সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। কুমিল্লা শিক্ষাবোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার ও রেজিস্টার প্রফেসর জামাল নাছের বলেন, কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান না থাকলে পরিবর্তনশীল পৃথিবীতে টিকে থাকা কঠিন হয়ে যাবে। ২০৪১ সালের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আজকের শিক্ষার্থীদের হবেই সারথী।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আমিনুল ইসলাম চৌধুরী, রেজিস্টার ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম এবং সিসিএন শিক্ষা পরিবারের জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগ সহ শিক্ষক-শিক্ষিকাগণ।
সংর্বধনায় শিক্ষার্থীদের ক্রেস্ট সার্টিফিকেট এবং অভিভাবকদের উপহাড় প্রদান করা হয়। তাছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীকে উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সিসিএন ক্যাম্পাস পরিদর্শন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
শিক্ষার্থীরা বলেন, এতো সুন্দর ক্যাম্পাস সাধারণত দেখা যায়না। কুমিল্লাতে এতো সুন্দর ক্যাম্পাস রয়েছে সেটা আমাদের জানা ছিলোনা। তাছাড়া এত সুন্দর আয়োজন আমাদের আনন্দিত করেছে। অনেক সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকদের আমন্ত্রণ জানায় না, কিন্তু সিসিএন শিক্ষা পরিবার আমাদের অভভিাবকদের অনেক সম্মানিত করেছে। সেজন্য ধন্যবাদ জানাই তাদের। পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশ আমাদের ভালো লেগেছে, শিক্ষক কর্মকর্তাদের ব্যবহার ছিল আন্তরিক। তাছাড়া, ক্যারিয়ার গঠন নিয়ে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগবে। উল্লেখ্য, সিসিএন শিক্ষা পরিবারের উদ্যোগে কুমিল্লার ১৭ উপজেলা সহ চাঁদপুরের কচুয়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার উদ্যোগ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম ধাপে চার উপজেলার রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

আরো পড়ুন

কুমিল্লায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন!

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সুয়াগাজী বাজার...

Read more
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে লংমার্চ অনুষ্ঠিত।

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক'শ গাড়ি ও  হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে...

Read more
কুমিল্লায় দেশসেরা ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত।

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে দেশসেরা ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের ব্যবসায়ী সম্মেলন। ১৫ ডিসেম্বর রবিবার রাতে সদর উপজেলার কোটবাড়ি রোডের ধনপুরে অবস্থিত ...

Read more
কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‍্যালি।

কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার...

Read more
সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে পিএসসির সচিব ড. সানোয়ার জাহান।

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে Theories of Advanced Pedagogy and Practical Aspects...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top