মায়ের ভাষা বাংলায় কথা বলতে যাদের রক্তের বিনিময়ে পেয়েছি মাতৃভাষা বাংলায় কথা বলার স্বাধীনতা। যারা জীবন উৎসর্গ করেছেন সেই সকল ভাষা শহীদদের আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা বাঙালি জাতি। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবীদ্বার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
পরবর্তীতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌর মেয়র, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, উপজেলা প্রেসক্লাব, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রভাতের শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রভাতফেরী নিয়ে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদমিনারে আসেন।
দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বারের সাংসদ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।