১৬ ডিসেম্বর লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিত বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে বাগমারা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ ও সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন। এসময় শহীদ মুক্তিযুদ্ধাদের স্মরনে দোয়া মুনাজাত ও মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিজয় মেলায় স্টল নিয়ে অংশগ্রহন করেন সরকারি বিভিন্ন দপ্তর, লালমাই প্রেস ক্লাব, সামাজিক সংগঠনগুলো। দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে আলোকসজ্জিত করা হয় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনগুলো।
মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় দিনব্যপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহিবুল্লাহ, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রঞ্জিত সেন, উপজেলা প্রকল্প অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী কর্মকর্তা আবদুল মমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর প্রমুখ।