আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগর শ্রীকাইলে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হুরোয়া (নবীনগর) চ্যাম্পিয়ন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফাইনাল খেলায়  প্রধান অতিথি থেকে উভয় দলকে পুরস্কার প্রদান করেন কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি। 
শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান মজুমদার, মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার, পবিত্র কুমার চক্রবর্তী। ফাইনাল খেলার পৃষ্ঠপোষক ছিলেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল আউয়াল স‌ওদাগর, বাঙ্গরা বাজার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অমর চন্দ্র দাশ।
ফাইনাল খেলায় ১-০ গোলে নবীনগর উপজেলার হুরোয়া ফুটবল একাদশ মুরাদনগর উপজেলার শ্রীকাইল প্রভাত কলি সংঘ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জয়ী দলকে ৪২ ইঞ্চি টেলিভিশন এবং রানার আপ দলকে ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদান করা হয়।
খেলায় আমন্ত্রিত অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, কামাল্লা ইউপি চেয়ারম্যান আবুল বাশার, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শ্রীকাইল ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর, শ্রীকাইল কে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন সরকার, শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুল মতিন, সহ-সভাপতি তানভীর রেজা রিংকু, সাবেক সাধারণ সম্পাদক সবুজ বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুল হাসান সরকার কমল, স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাবুল হোসাইন, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, অষ্ট্রেলিয়া প্রবাসী আহসানুল হক ইসমাইল, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম বেগ, হিমাংশু রঞ্জণ দাস, নুরুল ইসলাম লিটন প্রমূখ।
আয়োজক কমিটির মধ্যে শ্রীকাইল গ্ৰামের আব্দুল লতিফ বেগ, মোঃ এরশাদ, ইসমাইল খান,ফরিদ মিয়া, কামাল হোসেন, জহিরুল ইসলাম, জয়নাল আবেদীন, আব্দুল হক, মাসুদ আলম সরকার রুবেল, মোঃ জাবেদ, আলমগীর বেগ, সোহাগ চৌধুরী মামুন, এনামুল হক, মোঃ ইমরান, সাইফুল ইসলাম এবং শ্রীকাইল গ্ৰামের যুবসমাজ সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন

মুরাদনগরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা।

‘‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে...

Read more
মুরাদনগরে শ্রেণিকক্ষ না থাকায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান।

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের ৫৭নং পুস্করিনীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে চলছে শ্রেণিকক্ষ সঙ্কট। বিদ্যালয়ের সামনে আঙিনায় দুই সারিতে...

Read more
মুরাদনগরে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল...

Read more
ভারতের আর্শীবাদে নয়, জনগনের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ।

ভারতের আর্শীবাদে নয় জনগনের ম্যান্ডেট নিয়ে রাস্ট্র ক্ষমতায় আসতে হবে বলে রাজনৈতিক দল গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই বিপ্লবের নায়ক...

Read more
কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুরাদনগরে বিএনপির প্রস্তুতি সভা।

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও কুমিল্লা -৩ (মুরাদনগর) আসনের পাঁচ বারের সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Scroll to Top