কুমিল্লার মুরাদনগরে গভীর রাতে ঘরে প্রবেশ করে আমেনা খাতুন (৮১) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে কে বা কাহারা হত্যা করেছে। পুলিশ বলেছেন, পরিকল্পিত হত্যা।
নিহত বৃদ্ধা আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তালেব আলি ব্যাপারীর স্ত্রী। বুধবার দিবাগত রাতে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যায় তার মা আমেনা খাতুন।
বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বৃদ্ধার নাতি সাগর সকালের খাবার খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে দেখে ঘরের তিনটি দরজা খোলা। পরে ঘরে প্রবেশ করে দেখে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমেনা খাতুন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেছেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে পরিবারের সদস্যদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিল ওই বৃদ্ধার। তাদের ধারণা ওই বৃদ্ধার পরিবারের সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে তদন্ত চলছে।