কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন এর বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ১২ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন কে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ বডিউল আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কুড়াখাল কুরুন্ডি মাদ্রাসার সুপার আ ন ম জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন স্যারের কর্মদক্ষতা, বিচক্ষণতা, দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অকৃত্রিম ভালবাসা আমাদের শিক্ষা পরিবারের সকলকে মুগ্ধ করেছেন। তাছাড়া ক্রীড়া জগৎসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোতে স্যারের প্রধান অতিথির আসন অলংকৃত করা সবকিছুই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা চাই, দেশের প্রতিটি উপজেলায় এরকম দক্ষ, চৌকুস নির্বাহী অফিসার দায়িত্ব পালন করুক। স্যারের পরিবারের জন্য দোয়া ও শুভ কামনা রইল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, মুরাদনগর উপজেলার মানুষ খুবই আন্তরিক। স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব আপনাদের।
দায়িত্ব পালনকালে শিক্ষকরা বিভিন্ন কাজে যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।